Bastob

Call

এটা কোনো সমস্যা না। কারণ আমার এক বন্ধুর প্রায় প্রতিদিনঈ স্বপ্নদোষ হোত। সে বাধ্য হয়ে register চিকিৎসক এর কাছে গিয়েছিল। ডাক্তার তাকে পরামর্শ দিয়েছে,চিন্তার কোনো কারণ নেই এই বয়সে কম-বেশি স্বপ্নদোষ হতেই পারে।


তাই আমি আপনাকেও বলছি চিন্তা না করে, নিশ্চিন্তায় ঘুমান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি খারাপ ভিডিও দেখা বন্ধ করুন। মেয়ে সম্পর্কে ভাবা বন্ধ করুন। তার পরও যদি মাসে ৬-৭ বারের বেশী হয় তাহলে ডক্তারের পরামর্শ নেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

স্বপ্নদোষ কোন রোগ নয়|বীর্যথলিতে প্রতিনিয়ত বীর্য উৎপাদন হতে থাকে|বীর্যথলি পূর্ণ হলে এটি বের হওয়ার প্রয়োজন পড়ে|ফলে স্বপ্নদোষের মাধ্যমে বীর্য বাইরে নির্গত হয়ে থাকে| মাসে ৫-৬বার হওয়া ভালো|এজন্য কোন চিকিৎসার প্রয়োজন নেই|তবে এর চেয়ে বেশি বা অতিরিক্ত হতে থাকলে যৌন বিশেষজ্ঞের পরামর্শ নিলে সমাধান পেয়ে যাবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ