আপনি এ্যালকুলি সিরাপ ৪ চামচ করে দিন ৩ বার

             জারনাইড ১ চামচ করে দিন ২ বার

             জিনসেন্ট সিরাপ ২ চামচ করে দিন ৩ বার খান

ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই রঙের প্রস্রাব কিন্তু একটু সমস্যার। কারণ অতিরিক্ত পানি পান করলে হলুদ রঙের ঐ উপাদানটি বেশি পাতলা হয়ে স্বচ্ছ সাদা প্রস্রাব হয়। অনেক সময় উচ্চ রক্তচাপের ওষুধ খেলে এই রং হতে পারে। আবার এক ধরণের বিরল শ্রেণির ডায়াবেটিসেও প্রস্রাব স্বচ্ছ হয়। প্রতি ২৫ হাজার মানুষের একজনের এ ধরণের ডায়াবেটিস দেখা যায়। 


খেলোয়াড় বা নারীদের অনেকে কায়িক পরিশ্রমের কারণে অতিরিক্ত পানি খেলে এই রঙের প্রস্রাব হতে পারে। এতে শরীরের লবণ পাতলা হয়ে অনবরত বেরিয়ে যাওয়ায় জ্ঞান হারানো এমনকি মৃত্যুও ঘটার সম্ভাবনা থাকে।  দয়া করে বিশেষঙ্গ

চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষদ সেবন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ