Call

হ্যা, আপনার বাক্যটি কুরআনের তকদিরের উপর বিশ্বাসকে সমর্থন করে। আসলে মহান আল্লাহ কিছু কিছু কাজ মানুষের উপর ছেড়ে দিয়েছেন। নিচে কয়েকটি আয়াত দিলাম। আশা করি বুঝতে পাবেন || "তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল । " সুরা শুরা আয়াত ৩০ | "তোমাদের যা কিছু মঙ্গল সবই আল্লাহর দেওয়া, এবং যা কিছু অমঙ্গল তা তোমাদের নিজেরই কারণে। " সুরা নিসা :৭৯ | "একজনের কর্মের জন্য অন্যজন দায়ি নয়" সুরা ইসরা :৩৫ | "মানুষের কর্ম ও চেষ্টার কারণেই ভাগ্য পরিবর্তন হয়" আল কুরআন | "আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না উহারা নিজ অবস্থা পরিবর্তন করে" ১৩:১১ | আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতঙ্গ হবে, না হয় সে অকৃঙ্গ হবে। (৭৬:৩)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ