Call

জলাতঙ্ক রোগে যেকোনো কুকুর,বিড়াল,শেয়াল, ইঁদুর ইত্যাদি প্রাণিকে আক্রান্ত করতে পারে। 

জলাতঙ্ক রোগী কুকুরগুলোর দিকে লক্ষ করলে দেখা যাবে কুকুরগুলো পানিকে খুব ভয় পাচ্ছে,মাঝে মাঝে খুবই উত্তেজিত হয়ে পরছে আবার মাঝে মাঝে একবারে চুপচাপ বসে রয়েছে বা ঘুমিয়ে রয়েছে,  সাধারণ কোন কিছুই খেতে চাবে না, আর অন্য যেকোনো প্রাণিকে কামড়ানোর চেষ্টা করবে, কুকুরের মুখ থেকে সাধারণের তুলনায় একটু বেশি লালা পরবে।

বি.দ্র. জলাতঙ্ক কুকুর থেকে সাবধান থাকবেন, এই কুকুরগুলোর লালা যেই প্রাণির দেহে প্রবেশ করবে সেই প্রাণিরই জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।

Talk Doctor Online in Bissoy App