শেয়ার করুন বন্ধুর সাথে

একটি পরমানু হতে 1 টি ইলেক্ট্রন সড়াতে যে শক্তি লাগে তাকে আয়নীকরণ শক্তি বলে । অক্সিজেন এর পারমানবিক সংখ্যা 8 এবং নাইট্রোজেন পারমানবিক সংখ্যা 7 । প্রচলিত নিয়মে মনে হবে নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি কারণ এর শেষ কক্ষপথে 1 টি ইলেক্ট্রন বেশি । কিন্ত আধুনিক বিন্যাসে দেখা যায় O=1s2, 2s2, 2p4 N=1s2, 2s2, 2p3 , P অরবিটালের সর্বোচ্চ ধারনক্ষমতা 6 হওয়ায় N এর ক্ষেত্রে P অরবিটালটি অর্ধপূর্ণ । এজন্য এই অরবিলাল স্থিতিশীল । আর স্থিতিশীল অরবিটাল থেকে 1 টি ইলেক্ট্রন সড়াতে অস্থিতিশীল অরবিটালের চেয়ে বেশি শক্তি প্রয়োজন । এজন্যই নাইট্রোজেন এর আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশী ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ