শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়াই এর মূল কারণ, আজকের বাজার অনুযায়ী প্রতি কেজি ১৩০ টাকা। স্থান ভেদে দামের পার্থক্য থাকতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
প্রতি কেজি টমেটো ১২০+ টাকা কেজি দরে
বিক্র‍য় হচ্ছে।
দাম বেশি হওয়ার কারন হলোঃ
মৌসুম এর শুরু তে প্রায় সব পন্যের দাম বেশি
হয়।
কারন তখন সবার উৎপাদিত ফসল বাজারজাতকরণ 
করা হয় না।
গুটি কয়েক লোকের ফসল তখন বাজার দখল
করে রাখে।
সেই কারনে মূল্য বেশি হয়।

আর ১৫ দিন পর এই একই টমেটোরর কেজি ৩০-৪০
টাকা নেমে আসবে।
তখন বাজাতে টমেটোর যোগান বেশি থাকবে।
এখন যোগান তুলনামূলক অনেক কম।
আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ