সব সময় চুল পরিষ্কার রাখতে হবে। প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার করতে হবে। কোনোভাবেই মাথার ত্বক চুলকানো বা খোটানো যাবে। এতে অনেক সময় চুলের গোড়া নরম হয়ে যায়। ফলে আরও বেশি চুল পড়ে। সপ্তাহে এক থেকে দুবার চুলে তেল দেওয়া ভালো। মাথা সব সময় খুশকিমুক্ত রাখতে হবে। চুল ঠিক রাখতে প্রতিদিন পরিমাণমতো পানি খাওয়া জরুরি। যদি চুলে রং করেন, তাঁরা সেই রঙের মান ও কার্যকারিতার দিকে খেয়াল রাখবেন। এ ছাড়া চুলে মেহেদি ব্যবহারের বেলায় অবশ্যই তাজা মেহেদি ব্যবহার করা ভালো। আর প্রতি সপ্তাহে বা মাসে অন্তত একবার হেয়ার স্পা, অয়েল ম্যাসাজ এবং হেয়ার ট্রিটমেন্ট করানো উচিত। ----কালেক্টেড!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ