শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত মৌলিক গ্যাস হাইড্রোজেনের প্রধান ৩ টি আইসোটপ আছে। যার ২ নং সহজলভ্য আইসোটপ হল ডিউটেরিয়াম! ১ লক্ষ হাইড্রোজেন পরমাণুর মধ্যে মাত্র ১৫টি ডিউটেরিয়াম পরমাণুর আইসোটপ পাওয়া যায়। আর এই আইসোটপ যখন অক্সিজেনের সাথে মিশে পানি উৎপন্ন করে তাকে তখন ভারী পানি বলে। ভারী পানি দেখতে সাধারন পানির মত। তবে সাধারন পানির চেয়ে ভারী। এটি যৌগিক পদার্থ। এতে দুটি হাইড্রোজেন (ডিউটেরিয়াম) ও একটি অক্সিজেন আছে। এই ভারী পানি সহজলভ্য নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ