শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১ তাফসীরে রুহুল বয়ানে একটি হাদিসে বর্ণিত আছে যে, সূরা ইয়াসীন পাঠ করবে তার সকল মকসুদ হাসিল হইবে। তাফসীরে (কামালাইন) ২ তিরমিযী শরীফে হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেন, প্রতিটি জিনিসের একটি কলব আছে। কোরানের কলব হইল সূরা ইয়াসীন। ৩ হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, মহানবী (সাঃ) বলিয়াছেন, উহা আমল এবং ব্যবহার কর। কেননা, উহাতে রহিয়াছে দশটি নিয়ামত। যথাঃ # এই সূরা পাঠ করিলে ক্ষুধা ধূরীভূত হয়। # এই সূরা পাঠ করিলে পিপাসা দূর হয়। # যাহার পরিধেয় বস্র নেই, তাহার বস্রের ব্যবস্থা হয়। # বিবাহ হইতে যাহার বিলম্ব হয়, তাহার বিবাহের ব্যবস্থা হয়। # ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় এবং বিপদ হইতে রক্ষা পাবে। # কোন ব্যক্তি কারাগারে আটকা পড়িলে অতি শীঘ্রই মুক্তি পাবে। # মুসাফির ব্যক্তি পাঠ করলে সফরে বন্ধু মিলিয়া যায়। # কোন কিছু হারিয়ে গেলে ঐ জিনিস ফিরিয়া পাওয়া যায়। # মুমূষ লোকের পাশে পাঠ করলে উক্ত ব্যক্তির মৃত্যু কষ্ট লাঘব হয়। # রোগান্তর ব্যক্তি পাঠ করলে উক্ত ব্যক্তি আরোগ্য লাভ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ