Call

হুদায়বিয়ার সন্ধির ধারাঃ ১।এ বছর রাসুল (সা) সাহাবীদেরকে নিয়ে মক্কা প্রবেশ করতে পারবেনা।আগামী বছর তিন দিনের জন্য আসতে পারবেন। ২।দশ বছরের জন্য মুসলমান ও মক্কার কাফেরদের সাথে যুদ্ধ বিরতি। ৩।আরবের যেকোনো গোত্র যেকোনো দলের (মুসলমান অথবা কাফেরদের) শামিল হতে পারে। ৪।যেকোনো লোক যদি ইসলাম গ্রহন করে মদিনায় চলেযায় তবে ফেরত দিতে হবে।কিন্তু কোনো লোক যদি মুহাম্মাদের নিকট পালিয়ে যায় ফেরত দেয়া হবেনা হুদায়বিয়ার সন্ধিতে সূরা আল ফাতাহ নাযিল হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
jahid4

Call

(ক) এ বছর রাসূল (সাঃ) সাহাবীদেরকে নিয়ে মক্কা প্রবেশ করতে পারবেন না। আগামী বছর তিন দিনের জন্য মক্কা আসতে পারবেন। (খ) দশ বছরের জন্য মুসলমান ও মক্কার কাফেরদের সাথে যুদ্ধ বিরতী। (গ) আরবের যে কোন গোত্র চুক্তিবদ্ধ যে কোন দলের (মুসলমান অথবা কাফেরদের) সাথে শামিল হতে পারে। (ঘ) কোন লোক যদি ইসলাম গ্রহণ করে মদীনা চলে যায়, তবে তাকে ফেরত দিতে হবে। কিন্তু কোন লোক মুহাম্মাদের নিকট থেকে মক্কা পালিয়ে আসে, তবে তাকে ফেরত দেয়া হবে না। একটি সুস্পষ্ট বিজয় এ সুসংবাদ দিয়ে আল্লাহ সূরা আল ফাতাহ্ নাযিল করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ