(১) একটি যৌগ যদি জলীয় দ্রবণে OH- আয়ন দেয় তবে তাকে ক্ষার বলা হয়। (২) যদি একটি যৌগের pH মান 7 হয় তবে সেটা লবন এগুলো সাধধারনত অায়নিক হয়ে থাকে। (৩) ব্যাটারিতে যে তড়িৎবিশ্লেষ্য দ্রব ব্যবহার করাহয় তা তরল থাকে না ফলে ব্যাটারিকে শুষ্ক কোষ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

কোন ধাতব অক্সাইড যা পানিতে দ্রবীভূত হয় সেটাই ক্ষার( ক্ষার ক্ষারকের অনেক সংগা আছে বইতে, সেগুলো মতে অনেক কিছুই ক্ষার হতে পারে কিন্তু তা খুব সামান্য বৈশিষ্ট প্রদান করে যে ল্যাব ছাড়া সাধারন ভাবে বোঝা যাবেনা এবং তা বিজ্ঞানীদের কাছে গুরুত্বের, সাধারন ভাবে বোঝা যাবে না।)


দ্রবণীয় বা সামান্য দ্রবনীয় নিরপেক্ষ (ph=7.0) দানাদার বা স্ফটিকাকার পদার্থই লবন। তবে ধাতব আয়নের সাথে এক বা একাধিক মূলক যুক্ত হয়ে গঠন হতে হবে। অধাতব যৌগকে লবন বলা হয়না। (ব্যতিক্রম NH4Cl) 


যেসকল ব্যাটারীতে তরলের বদলে এলেক্ট্রলাইটিক পদার্থ গুলো প্রায় শুষ্ক(বাস্তবে শুষ্ক না) বা আঠালো জেলীর ন্যায় পেস্ট হিসাবে ব্যবহার করা হয় তাদের শুষ্ক কোষ বা ড্রাইসেল বলে। কারন লিক হলেও এই ব্যাটারি থেকে তরল বের হবার সম্ভাবনা নাই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ