Call

আমি যদিও হিন্দু,তবে অন্যায় কাজ করতে ও অন্যায় পথে চলতে সব ধর্মগ্রন্থেই বিধিনিষেধ আছে। ১.প্রথমত আপনি যদি জেনে বা না জেনে অন্যায় পথে উপার্জন করে থাকেন তাহলে আপনি সত্যিই ভুল করেছেন।কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ জীব।আপনার ন্যায় অন্যায় জ্ঞান অবশ্যই থাকা উচিৎ। ২.দ্বিতীয়ত আপনার ওই অন্যায় কাজে কেউ না কেউ অবশ্যই ক্ষতির শিকার হয়েছেন ও কষ্ট পেয়েছেন।এজন্য আপনি ভুল করেছেন। কিন্তু বর্তমানে আপনি আপনার অন্যায় কাজের জন্য ব্যথিত,এটি খুবই ইতিবাচক একটা দিক যা আপনাকে আপনার করা ভুলভুলোকে শুধরে নিতে সাহায্য করবে। ১.প্রথম আপনার অন্যায় পথে চলার সময় কেউ যদি ক্ষতির শিকার হয় ও কষ্ট পায়।তবে তার কাছে আপনার বর্তমান অনুভূতি শেয়ার করে ক্ষমা চাওয়া উচিত ও ক্ষতিপূরণ দেয়া উচিত। ২.দ্বিতীয়ত আপনার উচিত এই হারাম কাজে উপার্জিত অর্থগুলো কোনো হালাল কাজে ব্যবহার করা।যেমন:আপনি গরিব দু:খীদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন,বর্তমানে করোনা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সেবায় ব্যয় করতে পারেন। ৩.তৃতীয়ত আপনাকে মহান সৃষ্টিকর্তার কাছে আপনার করা গুনাহর জন্য ক্ষমা চাওয়া উচিত ও আপনার ভবিষ্যতে সবসময় ন্যায় ও ধর্মের পথে চলা উচিত। আপনার জন্য শুভকামনারইল ধর্মের পথে চলারজন্য

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ