শেয়ার করুন বন্ধুর সাথে

গণিতের ভাষায় "যদি" হচ্ছে কোন কিছু সম্পাদনের জন্য একটি শর্ত বোঝানো হয়। তবে সেই কাজ টা সম্পাদনের জন্য অন্য কোন শর্ত বা কারনও থাকতে পারে। যেমন- যদি x=3 এবং y=2 তবে x+y= 5 হবে। লক্ষ করুন এখানে x+y  এর মান 5 হয় x=3 এবং y=2 এই শর্তে। তবে এটাই একমাত্র শর্ত না। x=1 এবং y=4 হলেও x+y=5 ই হয়। অর্থাৎ x+y এর মান 5 হবার জন্য x,y এর বিভিন্ন মান দিয়েই শর্ত দেওয়া যায়। অর্থাৎ সেটাই একক শর্ত হতে পারেনা। একাধিক শর্ত সম্ভব হলে শুধু "যদি" ব্যবহার হয়। অন্যদিকে "কেবল যদি" হচ্ছে কোন কিছু সম্পাদনের একটা মাত্র শর্ত থাকলে "কেবল যদি" হয়। যেমন- কেবল যদি x=2 হয় 2*x=4 হবে। লক্ষ করুন 2*x এর মান শুধুমাত্র x এর মান 2 হলেই সম্ভব। অর্থাৎ কোনকিছুর শর্ত একটার বেশি সম্ভব না হলে "কেবল যদি" হয়। আশা করি পরিস্কারভাবে বুঝেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ