সিন্দাবাদ নামের কোনো অর্থ আরবি ভাষায় নেই। আপনি এই নামটির পরিবর্তে সফিক,সাকিল,সাকিব,সাইদুল,সালাম এই সকল নাম গুলোর মধ্যে থেকে যেটা পছন্দ হয় সেটা রাখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সিন্দাবাদ একটি ফারসী যুক্ত শব্দ। এটা কোনো আরবী শব্দ নয়। সিন্দ এবং আবাদ শব্দযুগল মিলে সিন্দাবাদ শব্দটি গঠিত হয়েছে। সিন্দ অর্থ সমুদ্র। আর আবাদ অর্থ পরিপূর্ণ, জনাকীর্ণ, বসবাসকারী। ফিরুযুললুগাত ৯, ৪৩২। শব্দযুগলের সমন্বিত অর্থ হলো, সমুদ্র সম্রাট, সমুদ্রজয়ী, নৌসেনাপতি, আ্যডমিরাল। ভয়ঙ্কর রকমের সমুদ্র জয়ের কারণেই রূপকথার কল্পিত নায়কের নাম সিন্দাবাদ রাখা হয়েছে। তবে জার্মান ভাষায় সিনবাদ নামে একটি শব্দ রয়েছে। ইংরেজিতে লেখা হয় sindbad। এর অর্থ যুবরাজ, রাজকুমার, শাহজাদা, শাসনকর্তা। http://ma3loma5.blogspot.com সুতরাং সিন্দাবাদ এটা আরবী ভাষার কোনো শব্দ নয়। ইসলামী শরীয়া মতে এ জাতীয় নাম রাখতে কোনো সমস্যা নেই। তবে আরো সুন্দর অর্থবোধক আরবী শব্দের নাম রাখা চাই। হাদীসের ভাষ্য মতে আব্দুল্লাহ, আব্দুর রহমান জাতীয় নামগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ