শেয়ার করুন বন্ধুর সাথে

মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরার তত্ত্ব অনুযায়ী সিনেমা টেলিভিশন দেখে দর্শক-শ্রোতা বিভিন্ন নতুন আচরণ শেখে। অথচ নায়িকা বলছেন ভিন্ন কথা।সিনেমার রেপ সিন নাকি মানুষকে প্রভাবিত করে না?  প্রশ্ন হচ্ছে সিনেমার দৃশ্যগুলো যদি মানুষকে প্রভাবিত না করে তাহলে আমরা এ সিনেমাগুলো কেনো দেখি। কি জন্যইবা এসব সিনেমা বানানো হয়? সিনেমা আমাদের প্রভাবিত করে বলেই ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা তৈরী হচ্ছে।তৈরী হচ্ছে মাদক ও যৌতুক বিরোধী সিনেমা। বিনোদনের ছলে শিক্ষা দিতে শিশুদের জন্য তৈরী হচ্ছে মীনা কার্টুন। আমরা এতোদিন যাবৎ বলে আসছি হিন্দি সিরিয়াল গুলো আমাদের আবহমান বাংলার পারিবারিক ঐতিহ্য ধ্বংস করছে।পরিবারে ভাঙ্গন সৃষ্টি করছে। ডোরেমন কার্টুন আমাদের শিশুদের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে।কিন্তু আমাদের চলচ্চিত্র গুলো কিরূপ প্রভাব ফেলছে, সেটা নিয়েও ভাবার সময় হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ