শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আঞ্চলিক ভাষায় এই কথা দ্বারা কোনো ব্যক্তির রাগ বা অভিমান প্রকাশ পেয়েছে। এই কথায় তিনি বলতে চাচ্ছেন তিনি ভালো বা যোগ্য নন। শ্রোতাকে তিনি ভালো বা যোগ্য কাউকে নিয়ে থাকতে বলছেন।  সাধারণত নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিমানের সাথে মানুষ এরকম কথা বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SaponMolla

Call

এই কথা টির অর্থ হলো, জিনি বলছেন (আমি তো ভালা না, ভালা নিয়াই থাইক্কো) এবং যার কাছে বলছেন, তার চোখে সে খারাপ, মন্দ, ভাল লোক না। এই জন্য বলা হয়েছে । যে ভাল তাকে নিয়ে থাকতে বা সেই ভাল লোক এর সাথে চলতে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই কথাটির অর্থ হলো যে*কর্তা* একথা বলতেছেন সে আসলে শ্রোতার কাছে ভালোনা।তাই সে অন্য কে যেজন ভালো তাকে নিয়া ভালো থাকতে বলতেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ