শিরোনামঃ ও আমার বন্ধু গো
কন্ঠঃ আগুন এবং রুনা লায়লা
কথাঃ মনিরুজ্জামান মনির
সঙ্গীতায়োজনঃ আলম খান
মুভিঃ কেয়ামত থেকে কেয়ামত।

ও আমার বন্ধু গো
চিরসাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার।

একই সাথে রয়েছি দুজন
একই ডোরে বাঁধা দুটি প্রাণ,
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান।

তুমি আমারই, হায়,
বলবো শতবার।

হাত দুটি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর,
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ।

তুমি আমারই, হায়,
বলবো শতবার।

ও আমার বন্ধু গো
চিরসাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার।

"একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ" কথাটির অর্থ কি? এখানে 'ডোরে' শব্দটির অর্থ কি?

শেয়ার করুন বন্ধুর সাথে

এখানে 'ডোরে' শব্দের অর্থ বেষ্টনী, বন্ধনসূত্র।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ