আরবি ভাষায় 'জমজম' অর্থ অঢেল পানি আর হিব্রু ভাষায় জমজম অর্থ 'থাম থাম'। শিশু ইসমাঈলের পায়ের নিচে পানির ফোয়ারা দেখে হাজীরা বলেছিলেন, জমজম (থাম থাম)। অনেকের ধারণা, এ থেকেই এর নাম জমজম হয়েছে।


যমজম কুয়া (আরবি: زمزم‎‎) হল মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুয়া। এটি কাবা থেকে ২০ মি (৬৬ ফুট) দূরে অবস্থিত।


অফুরন্ত যমযমের পানি আল্লাহর অসীম কুদরতের বহিঃপ্রকাশ। কেন এর পানি নিঃশেষ হয় না এর সঠিক কারণ উদঘাটন মানুষের পক্ষে বলা সম্ভব নয়।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ