আক্তার শব্দটি ফার্সী ভাষার আখতার শব্দের বিকৃত রূপ। শব্দটির অর্থ- নক্ষত্র। অতীত যুগ থেকে মহিলাদের নামের সাথে  এ শব্দটি যুক্ত করে তাদরকে সম্মান প্রদর্শন করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

'আক্তার' হচ্ছে হলো ভুল বানান। সঠিক বানান হচ্ছে 'আখতার'। এ নামটির অর্থ হচ্ছে 'তারা','সৌভাগ্য'। কেন অধিকাংশ মেয়েদের নামের শেষে এ শব্দ থাকে তার সঠিক কারণ সম্পর্কে আমি নিশ্চিত নই তবে সম্ভবত তাদের সম্মান প্রদর্শনার্থে করে থাকতে পারে। হয়তোবা, আমি ১০০% নিশ্চিত নই। তবে এটা সম্ভাবনা বেশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ