Call

অর্থাৎ ধরুন আপনাকে একটা ভুল সংশোধনের জন্য অনেক বোঝানো হচ্ছে তবুও আপনি সেই একই  ভূল বার বার করেই যাচ্ছেন। 


উক্তি দ্বারা এটা বোঝানো হয়েছে যে কুকুরের লেজকে যতকিছুই করা হোকনা কেন, সে বাকাই থাকবে। তেমনি আপনাকে যতই ভূল সংশোধনের সুযোগ দেয়া হোকনা কেন আপনি সেই ভূল আবার করবেনই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই প্রবাদের অর্থ হচ্ছে খারাপ মানুষকে বার বার ভাল হতে বললেও সে ভাল হয়না,যে খারাপ সেই খারাপই থেকে যায়।যেমন,আপনি কুকুরের লেজ সমান চোঙার ভিতর রাখলেও কখনো সোজা করতে পারবেন না।তেমনিভাবে খারাপ কোন ব্যক্তি দ্বারা ভাল কাজ সম্পাদন করতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ