Jobedali

Call

বেশিরভাগ মহিলা যাদের এক্টোপিক প্রেগন্যান্সি ধড়া পড়ে , তারা পরবর্তিকালে স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারেন । আপনার ফেলোপিয়ান টিউব যদি স্বাভাবিকভাবে কাজ করে সেক্ষেত্রে ভবিষত্যে আপনি মা হতে পারবেন ।

যদি যৌন সংক্রমনের জন্য এক্টোপিক প্রেগন্যান্সি হয় , সেক্ষেত্রেও পরবর্তিকালে আপনার প্রেগনেন্সির সব্ভাবনা বাড়বে । একটোপিক প্রেগন্যান্সির ঠিক কত সময় পর আপনি আবার মা হতে চান তা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে জেনে নিন ।

এক্ষেত্রে অনেক চিকিৎসক ৩ থেকে ৬ মাস পর্যন্ত অপেক্ষার পরামর্শ দেন । এ ক্ষেত্রে মনে রাখবেন একবার এক্টোপিক প্রেগন্যান্সি হলে পরবর্তীতেও তা হবার সম্ভাবনা বেশী থাকে। তাই গর্ভধারণ এর শুরুতেই পরীক্ষা করে নেয়া উচিত।

সবশেষে বলতে হয় একটু সচেতনতাই পারে আপনাকে অনেক বড় বিপদ হতে রক্ষা করতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ