Jobedali

Call

প্রি-একলাম্পশিয়ার লক্ষণ

  • উচ্চ রক্তচাপ (১৪০/৯০ মি.মি. বা বেশি) :রক্তচাপ ১৬০/১১০ মি. মি. বেশি মারাত্মক প্রি-একলাম্পশিয়ার লক্ষণ।
  • শরীরে অতিরিক্ত পানি আসার কারণে ওজন বেড়ে যাওয়া (সপ্তাহে ১ কেজি)
  • ইডিমা বা শরীরে পানি আসা : হঠাৎ মুখে পানি আসা একটি বিপজ্জনক চিহ্ন যার ফলে খিঁচুনি হতে পারে। এ ক্ষেত্রে সঙ্গে সঙ্গে রেফার করা প্রয়োজন।
  • প্রস্রাবে অ্যালবুমিনের উপস্থিতি : যদি অ্যালবুমিনের পরিমাণ 5gm/24 ঘণ্টা হলে এটি মারাত্মক প্রিএকলাম্পশিয়ার লক্ষণ।

এছাড়া মারাত্মক এ প্রি-একলাম্পশিয়ার অন্যান্য লক্ষণগুলো হচ্ছে 

  • প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বা পরিমাণে অত্যন্ত কমে যাওয়া।
  • মাথাব্যথা বা ক্রমশ প্রচণ্ড মাথা ব্যথা হওয়া এবং মাথার পেছনে বা সামনে প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা।
  • উপরের পেটে প্রচণ্ড ব্যথা  (ডান পাঁজরের  নিচে)।
  • রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া।
  • কিডনি এবং যকৃত (লিভার) এর কার্যকারিতা ব্যাহত হওয়া।
  • ফুসফুসে পানি জমা এবং সায়ানোসিস (cyanosis)।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ