Jobedali

Call

সঠিক সময়ে চিকিত্‌সা না করালে নিম্নলিখিত সমস্যা হতে পারে

মায়ের সমস্যা

  • খিঁচুনি বা একলাম্পশিয়া।
  • কিডনি, হৃৎপিণ্ড, যকৃত এবং মস্তিষ্কে উচ্চ রক্তচাপের জন্য রক্ত সরবরাহ কমে যায় যার ফলে প্রস্রাব বন্ধ হয়ে যায়, এমনকি রেনাল ফেইলিউরও হতে পারে।
  • সময়ের পূর্বে বাচ্চা প্রসব।
  • মস্তিষ্কে রক্তক্ষরণ।
  • ফুসফুসে পানি জমা হওয়া।
  • গর্ভফুল জরায়ু থেকে পৃথক হয়ে যাবার ফলে গর্ভাবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে (Abruptio placenta) মায়ের মৃত্যুও হতে পারে।
  • গর্ভস্থ পানির পরিমাণ কমে যাওয়া (Oligohydramnious).

 শিশুর সমস্যা

  • কম ওজনের শিশু জন্মগ্রহণ (Low birth weight baby)
  • অপরিণত শিশু (Premature baby)
  • গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধিরহিত (IUGR)
  • গর্ভস্থ শিশুর মৃত্যু (IUD).
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ