শেয়ার করুন বন্ধুর সাথে
Jobedali

Call

শিশুরা যখন মায়ের পেটে থাকে তখন এক ধরণের তরল পদার্থে ভেসে থাকে। একে বলা হয় এমনিওটিক ফ্লুইড আর যের থলের মধ্যে থাকে তাকে বলা হয় এমনিওটিক স্যাক। এমনিওটিক স্যাক বা থলে ফেটে গেলে শরীর থেকে  পানির মত তরলটা সারভিক্স এর মাদ্ধমে যোনি পথে বের হয়ে যেতে থাকে।পানি ভাঙ্গাকে মেডিকেলের ভাষায় বলা হয় “রাপচার্ড মেমব্রেন”। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ