শেয়ার করুন বন্ধুর সাথে
Jobedali

Call

গর্ভের শিশু মায়ের পেটে একটা তরলভর্তি থলির মধ্যে থাকে যার নাম এমনিওটিক স্যাক(Amniotic Sac)। এই থলিটা ফেটে গেলে আপনার শরীর থেকে সেই পানির মত তরলটা সারভিক্স এর মাদ্ধমে যোনি পথে বের হয়ে যেতে থাকে। এটাকেই আমরা গর্ভাবস্থায় পানি ভাঙ্গা নামে জানি। এই তরলটা একবারে অনেকটা বের হতে পারে আবার অল্প অল্প করে চুইয়ে বের হতে পারে। যেটাই হোক তখন সাথে সাথে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত।

তরল ভর্তি থলিটি দুই স্তর মেমব্রেন দিয়ে গঠিত হয়। তাই ডাক্তারি ভাষায় এই পানি ভাঙ্গাকে অনেক সময় “রাপচার্ড মেমব্রেন”(ruptured membranes)  নামেও অভিহিত করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ