শেয়ার করুন বন্ধুর সাথে

নাকের এলার্জি হওয়ার ২টি কারণ রয়েছে।

  • একটি হচ্ছে বংশগত।
  • আরেকটি অ্যালার্জেনের(এলার্জি সংবেদনশীল বস্তু )সংস্পর্শে আসা ।
  • বংশগতভাবে নাকের এলার্জি থাকলে দেখা যায় ফুলের রেণু, রাস্তার ধুলাবালি এগুলোর সংস্পর্শে আসলেই নাকের এলার্জি দেখা দেয়। অ্যালার্জেনের সংস্পর্শে আসলে নাকের ভিতরে সেল ভেঙ্গে যায়। এবং এর ফলে অ্যাক্টিভ অ্যামাইনো নির্গত হয় । যার থেকেই মূলত নাকের এলার্জি হয়।

    ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ