ChayonShaah

Call

Trimela হল এন্টিহাইপারপিগমেন্টিং ক্রিম যা বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিকেল কম্পানী বাজারজাত করে । এটা মেছতা, কালো দাগ , ব্রণ ইত্যাদি থেকে ত্বককে মুক্ত করার জন্য ব্যবহৃত হয় । এতে মূলত শক্তিশালি হাইড্রোকুইনোন ও ট্রেটিনইন উপাদান ব্যবহার করা হয়েছে যাদের কাজ হল ত্বককে ক্রমশ ফর্সা করা বা মুখের অতিরিক্ত মেলানিন ও মেছতার কালো দাগ দূর করা ও ব্রনের প্রকোপ কমানো । এই ক্রিম ব্যবহারের পূর্বে চিকিতসকের পরামর্শ নিন । এটা রাতে শোবার পূর্বে ভাল করে ত্বক ধুয়ে পরিস্কার করে লাগানো উচিত এবং সকালে সূর্যের তাপ থেকে উক্ত স্থানকে রক্ষা করা উচিত । এজন্য দিনে সানস্ক্রিন ব্যবহার করতে হবে যদি রাতে ট্রিমেলা ক্রিম ইউস করেন । এর দাম ১০০ টাকার মধ্যে ।

Written By Chayon Shaah,Mymensingh , Bangladesh.

Talk Doctor Online in Bissoy App
Call

সাধারণত Melasma বা অন্য কোন কারনে মুখের দাগের জন্য Trimela Cream ব্যবহার করা হয়। এটিতে  Fluocinolone acetonide USP 0.1 mg, Hydroquinone USP 40 mg এবং Tretinoin USP 0.5 mg ব্যবহার করা হয়েছে যা মুখের দাগ কমানোর জন্য বেশ কার্যকর। হাইড্রকুইনন সাধারনত বেশি ব্যাবহার হয় ম্যালিজমা বা হাইপারপিগমেন্ট দূর করতে। ম্যালিজমা এর সমস্যা হলো মুখে কালো কালো ছাপ পড়ে। Incepta Pharmaceuticals এর দুটি ক্রিম পাওয়া যায় একটি হলো Spotclen আর Trimela এদুটির দাম পড়বে Spotclen ৫০ টাকা আর Trimela এর দাম ২০০ টাকা। এটি যেকোন ফার্মেসীতে পাওয়া যাবে।

Talk Doctor Online in Bissoy App