শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১. ওযূর দো‘আঃ ‘বিসমিল্লাহ’ বলে ওযূর শুরু করবে। ওযূ শেষে পড়বে- উচ্চারণ: আশহাদু আল্লাইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লাশারীকালাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহূ। অর্থ: ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ছাঃ) তাঁর বান্দা ও রাসূল’। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে ওযূ করে কালেমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে’। এরপর পড়বে- উচ্চারণ: আল্লা-হুম্মাজ‘আলনী মিনাত তাউওয়াবীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাত্বাহহিরীন। অর্থ: ‘হে আল্লাহ! আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত কর এবং পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে শামিল করে নাও’। ওযুর ফরজসমূহ ১)সমস্ত মুখমন্ডল কপালের উপরিভাগের চুলের গোড়া হইতে থুতনী পর্যন্ত, এক কর্নের লতি থেকে অন্য কর্নের লতি পর্যন্ত ধৌত করা ২) উভয় হাত কনুইসহ ধৌত করা। ৩) চারভাগের একভাগ মাথা মাসেহ করা ( ঘন দাঁড়ি থাকিলে আঙ্গুলী দ্বারা খেলাল করা ফরয ) ৪) উভয় পা টাখনু গিরা সহকারে ধৌত করা ওযুর সুন্নাতসমূহ ১) নিয়ত করা ২) বিসমিল্লাহ্ বলে ওযু শুরু করা ৩) হাতের আঙ্গুল খিলাল করা ৪)উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা ৫) মিসওয়াক করা ৬) তিনবার কুলি করা ৭) তিনবার নাকে পানি দেয়া ৮) সম্পূর্ন মুখ মন্ডল তিনবার ধৌত করা ৯) উভয় হাতের কনুইসহ তিনবার ধৌত করা ১০) সমস্ত মাথা একবার মাসেহ করা ১১)টাখনু সহ উভয় পা তিবার ধৌত করা ১২) পায়ের আঙ্গুল খিলাল করা ১৩) এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা ১৪) ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কাজ গুলো সম্পূর্ন করা । ওযূর নিয়মসমূহ ১। প্রথমে বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম পাঠ করা। ২।দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। প্রথমে ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত তিনবার এবং এরপর ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ওযু করার সঠিক নিয়ম গুলো নিচে ফটোতে দেখানো হলো :

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ