শিক্ষায় জাতির উন্নতির চাবিকাঠি নয় বরং সুশিক্ষাই জাতির উন্নয়নের চাবিকাঠি।কারন শিক্ষা অনেক প্রকারের আছে।যেমন:-চুরি করার কৌশল,ডাকাতি করার কৌশল,দুর্নীতি করার কৌশল এগুলোও একধরনের শিক্ষা।এগুলো হলো কুশিক্ষা।আপনিই বলুন এ ধরনের শিক্ষা কি জাতির উন্নতির চাবিকাঠি হত পারে?অবশ্যই না। নাগরিকদের সুশিক্ষা অর্জন এবং সেই শিক্ষা সমাজ,দেশ ও দেশের মানুষের মঙ্গলের উদ্দেশ্যে প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির সর্বোচ্চ উন্নয়ন সম্ভব।তাই আমি মনে করি শিক্ষা নয় বরং সুশিক্ষাই জাতির চাবিকাঠি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ