২০১০ সাল পর্যন্ত সিমবিয়ান ছিল সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম।লাইব্রেরি, ইউজার ইসটারফেস, ফ্রেমওয়ার্ক ইত্যাদি সহ এর যাবতীয় টুলস সিমবিয়ান লিমিটেড এর ডেভেলপ করা। এটি ARM প্রসেসরে উপযুক্ত। 2010 সালে AS 60 প্লাটফরমের দ্বারা মুক্তি পাওয়া সিমবিয়ানের সর্বশেষ সংস্করণ সিমবিয়ান ৩ সর্বপ্রথম ব্যবহৃত হয় নোকিয়া AN 8 এ। ২০১১ সালের মে মাসে সিমবিয়ান অ্যানা মুক্তি পায়।নোকিয়ার সর্বশেষ সিমবিয়ান স্মার্টফোন হলো Nokia 808 PUREVIEW

২০১০ সালের পর এটি ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়ে ফেলে। এরপর আস্তে আস্তে বিলুপ্ত হয়ে শুরু করে।

  • অ্যান্ড্রয়েড বের হওয়ার কারণে সিমবিয়ান অপারেটিং সিস্টেম আর কোনো কোম্পানি তৈরি করতে চাইতো না । এর কারণেই বিলুপ্ত হতে শুরু করে ।
  • এরপর ১১ ফেব্রুয়ারি,২০১১ সালে নোকিয়া মাইক্রোসফট এর সাথে উইন্ডোজ ফোন বাজারে আনার পরিকল্পনা করে। তারপর ২২ জুন,২০১১ সালে নোকিয়া অফিসিয়ালি সিমবিয়ান ফোন উৎপাদন বন্ধ করে।নোকিয়া মাইক্রোসফট শুরু করে কারণ সিমবিয়ান অপারেটিং সিস্টেমের তুলনায় এটা অনেক বেশি ফিচার যুক্ত ও সহজে কাজ করানো যায়।


Talk Doctor Online in Bissoy App