Hyter

Call

আপনার বাবা যেহেতু নেই তাই আপনার মায়ের বিয়ে বসাটা ঠিক আছে। বয়স ছেলের সাথে বিয়ে বসতে আপনার মায়ের আপত্তি না থাকলে আপনার আপত্তি করা উচিত নয়।  তাছাড়া ছেলেটার যৌন শক্তি ভালো থাকলে আপনার ভালো  সার্ভিস পাবেন।  এতে মানসিকভাবে উনি আরো স্ট্রং হয়ে উঠবেন। তাই আপত্তি না করায় ভালো। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Abdul Kader

Call

জ্বি!  এটাই উত্তম? 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sakib2021

Call

আপত্তি  করবেন কেনো

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

আপনি আপত্তি করছেন ,আমাদের সমাজ ব্যবস্থার কারনে,আর সমস্য হচ্ছে উনি বিয়ে করছেন তার থেকে ১০বছরের ছোট একজন পুরুষকে।তিনি যদি ৫০বছরের ব্যক্তি যার সন্তান আছে,স্ত্রী মারা গিয়েছে বা ডিভোর্সি,সেক্ষেত্রে খুব বেশি সমস্য হত না।কারন তখন বিয়েটা সমাজ এই ভাবত ,দুজন সংগি পাবার জন্য বিয়ে করছে,এই বয়সে বিবাহ শারিরিক সুখের জন্য না,বাচ্চা হবে না।কারন এক্ষেত্রে পুরুষের বীর্যে উর্বরতা কমে যেত,মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়।তারপর এসময় সন্তান নিতে চাই না সমাজ কি বলবে এজন্য কন্ডম ব্যবহার করে,পিল ব্যবহার করে শারিরিক মিলনে।কিন্ত যেহেতু আপনার মা ৪৩বছরেও ৩২বছরের পুরুষ বিয়ে করতে চাইছে,তারমানে আপনার মা এর যোন চাহিদা এখন ও অনেক।৩বছর তিনি কষ্ট করেছেন,এখন পারছেন না,আর এটাও নিশ্চিত থাকুন,৩২বছরের যে আপনার মা কে বিয়ে করবে সে সন্তান চাইবে।আর আপনার মা এর বিয়ের পর সন্তান হবে।তবে আপনার জন্য সবথেকে উত্তম হচ্ছে সমাজের অশান্তি থেকে বাচতে মা কে নিয়ে অন্য এলাকায় চলে যান,যেখানে মানুষের এত জিজ্ঞাসা,প্রশ্ন এর উত্তর দিতে হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ