abdullah101

Call

আপনি পেশাবের ক্ষয়এর চিন্তা  না করে কোষ্ঠকাঠিন্য দূর  করার চেষ্টা  করুন  কোষ্ঠকাঠিন্য  দূর  হলে অনেকাংশে ক্ষয় সমস্যা  থাকেনা।

আর জালাপোডার জন্য  বেশী করে পানি ইসুবগুল  শরবত শষা  লেবুর শরবত বেশি  করে খাওয়ার চেষ্টা  করুন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

আসলে আপনার উক্ত সমস্যা ছাড়াও আরো কিছু সমস্যা দেখা দিতে পারে যদি এর সঠিক চিকিৎসা না নেন। আপনিতো বললেন যে আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হয়,ধাতুক্ষয় হয়, কোষ্ঠকাঠিন্য সহ ঘুম হয় না, যার ফলে স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে,খাবারে অনিহা,মনমেজাজ ভালো না থাকা,শরীর দুর্বলতা লাগা, হজম শক্তি কম, বমি ভাব সহ এছাড়া অন্যান্য সমস্যা প্রভাব ফেলতে পারে।

আপনার প্রথমত সমস্যা হলো ইউরিন ইনফেকশন। আপনার ইউরিন ইনফেকশন আছে কিনা আগে টেস্ট করতে হবে, এবং চিকিৎসা নিতে হবে।

আপনার ইউরিন এর সমস্যা সমাধন এর পাশাপাশি  কোষ্ঠকাঠিন্য ও অনিদ্রা চিকিৎসা একসাথেই দিয়ে দিবে সমস্যা নেই।

আর বাকি রইলো খারাপ অভ্যাস যা হলো, হস্তমৈথুন করা, মদ,গাজা,সিগারেট, ইত্যাদি ধুমপান ও এলকোহল সহ নেশা জাতীয় সকল কাজ থেকে বিরত থাকবেন পাশাপাশি পর্নোগ্রাফি ও সেক্সুয়াল যেকোন বিষয় হতে এড়িয়ে চলবেন।

আশা করি সুস্থ্য হবেন ও থাকবেন।

আবারো ধন্যবাদ।

বিস্ময়ের সাথে থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ