প্রতিরোধক ছাড়া সহবাস করেছি। সহবাসের ২২ ঘণ্টা পর আমি আমার সঙ্গীকে ইমার্জেন্সি পিল খাইয়েছি। ইমার্জেন্সি পিল খাওয়ানোর ২ ঘণ্টা পর আমরা আবার সহবাস করেছি।এখন কি দ্বিতীয়বার সহবাসটির জন্য আবার আমার সঙ্গীকে আরেকটি ইমার্জেন্সি পিল খাওয়াব?


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

না ওনাকে আবার ইমার্জেন্সি পিল খাওয়ানোর কোন প্রয়োজন নেই কেনো না ওনার ১ টি পিলেই কাজ করবে প্রেগন্যান্সি রোধে । তবে এই পিল সেবনের পর বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া প্রভাব ফেলে যা মিন্স এর জন্য অসহনীয় অর্থাৎ এতে মিন্স অনিয়ম হতে পারে । বমি ভাব ও তলপেটে ব্যথা সহ নানান সমস্যা দেখা দিতে পার তাই এসব অসহনীয় হলে চিকিৎসকের কাছে পরামর্শ ও সেবা নিবেন আসা করি ওনি সুস্থ্য হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ