শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

এটি একেবারেইই একটি ভুল ধারণা।অনেকের বংশগত কারনে তল পেটে মেদ জমতে পারে।এছাড়া দেহে চিনি ও ক্যালরির পরিমান খুব বেশি হয়ে গেলে তলপেটে মেদ জমতে দেখা দেয়।এছাড়া অতিরিক্ত চর্বিযুক্ত খাবার,ভাজাপোড়া খেলেও এমন হতে পারে। তবে প্রস্রাব কম হবার সাথেও জল বেশি খাওয়ার সম্পর্ক নেই। জল কম খেলে প্রস্রাব কম হয়,বেশি পানে নয়। সাধারণত কিডনির সমস্যা,টিউমার ও প্রস্টেট বড় হয়ে যাওয়া এবং মূত্রাশয়ের সমস্যার কারনে প্রস্রাব কম হতে পারে।আর মেদ জমার কারণ আরো হতে পারে জল কম পান, ব্যায়াম না করা, মানসিক প্রেশার, অপরিমিত ঘুম,প্রতিদিন সোডা/সফট ড্রিঙ্কস/অ্যালকোহল সমৃদ্ধ পানীয় পান করা ইত্যাদি। তবে পানি খেলে তলপেট মোটা হয় কিংবা প্রস্রাব কম হয় এটা ভুল কথা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ