আমাদের জীবনের সবচেয়ে বড় আপনজন আমাদের বাবা-মা এবং পরিবার। সুখে দুখে, বিপদে আপদে সবসময় আমাদের পাশে থাকে তারা। বাবা-মা এবং পরিবারের এতো ভালোবাসা পেয়েও আমরা মাঝে মাঝে উন্মাদ হয়ে পড়ি। খুজতে থাকি আলাদা একজন ভালোবাসার মানুষ। খুজতে খুজতে একটা সময় আমরা পেয়ে যাই কাঙ্ক্ষিত সেই ভালোবাসার মানুষ। এবার শুরু হয় প্রেম নিবেদন। একটা সময় প্রেমটা এতো গভীর হয়ে যায় যে, ভালোবাসার সেই মানুষটিকে সময় দিতে গিয়ে নিজের পরিবারকে আমরা সময় দিতে পারিনা। একটা সময় গিয়ে এই গভীর ভালোবাসার সম্পর্কে ফাটল ধরে। শেষ পর্যন্ত সম্পর্কের মাঝে চলে আসে ব্রেকআপ নামক একটি শব্দ। যে শব্দটি দুজনকে আলাদা করে দেয়। এবার শুরু হয় হতাশাগ্রস্থ জীবন। অনেকে এই হতাশা কাটিয়ে উঠতে না পেরে আত্নহত্যার মতো জঘন্য ভুল করে বসে। দুই দিনের এই সম্পর্কের জন্য জীবন চলে যায় কখনো কখনো। তাই আমাদের মুরুব্বিরা বলে বাবা এবং মায়েরা, বিয়ের আগে কোনো সম্পর্কে জড়াইয়োনা। আমরা অনেক সময় উত্তরে বলি আপনারা আগের দিনের মানুষ ভালোবাসার কি বুঝবেন। আমাদের প্রত্যেকের ধর্মীয় বিধি-বিধানেও বিয়ের আগে সম্পর্কে জড়াতে নিষেধ আছে। পরিশেষে সবার প্রতি একটাই অনুরোধ, বিয়ের আগে প্রেমের সম্পর্কে না জড়ানোই ভালো। আপনার যদি কাউকে ভালো লাগে পরিবারকে জানান। সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলুন। সামর্থ্য না থাকলে সে ক্ষেত্রে না আগানোই ভালো। যেই মা আমাদেরকে দশমাস গর্ভে ধারণ করেছে,যেই বাবা আমাদের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোন ইচ্ছা অপুর্ণ রাখেনাই সেই বাবা-মা কে বাদ দিয়ে আমরা অন্য কাউকে ভালোবাসতে পারিনা। আজকে যারা বাবা-মায়ের মূল্য এবং ভালোবাসা বুঝতে পারেননা তারাও একটা সময় বুঝতে পারবেন। যখন বাবা-মাকে হারিয়ে ফেলবেন। তাই আমাদের উচিত, জীবনের শেষ পর্যন্ত বাবা-মাকে ভালোবেসে যাওয়া। 

পাঠকদেরকে ধন্যবাদ জানাই


শেয়ার করুন বন্ধুর সাথে