শেয়ার করুন বন্ধুর সাথে

স্বাধীনতা অর্জন 

নুসরাত জাহান 

যুদ্ধ হলো দেশের জন্য

 দেশকে স্বাধীন করতে, 

মুক্তিসেনারা করল জয় 

ভয় না পেয়ে মরতে।

 দেশের জন্য ত্যাগ করল প্রাণ 

করল দেশকে স্বাধীন, সেই দেশের মানুষের স্মরণে 

তারা থাকবে চিরদিন। যুদ্ধ হলো টানা নয় মাস, 

দুঃখের নেই কোনো শেষ, 

মিলিটারীরা মারল মানুষ রইল না তার শেষ।

 নয় মাস পর ১৬ ডিসেম্বর 

শত্রুরা করল আত্মসমর্পণ, 

এভাবে সম্ভব হলো বাংলাদেশের

 স্বাধীনতা অর্জন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ