লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখলো দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।


শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা জানি, 
C/5 = (F-32)/9


এখানে,

C = 50 ডিগ্রি সেলসিয়াস,
F = ?
সূত্রে বসিয়ে পাই,

50/5 = (F-32)/9
বা, 10 = (F-32)/9
বা, 10*9 = F-32
বা, 90 = F-32
বা, 90+32 = F
বা, 122= F
বা, F = 122
তাহলে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 122 ফারেনহাইট।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


▶️5F=9*50+160

▶️5F=450+160

▶️5F=610

▶️F=610/5

▶️F=122°

সুতরাং, সেলসিয়াস স্কেলের 50°C=122°F

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ