Call

আপনার প্রশ্নটি ক্লিয়ার নয়। টপোলজি কোন ইন্টারনেট নয়।

টপোলজি হচ্ছে একটি ইন্টারনেট উৎসকে কিভাবে অনেকগুলো কম্পিউটারে সংযোগ দিতে হয় সেই প্রক্রিয়া।,  

ধরুন আপনার ৫০টি পিসি রয়েছে। তাহলে কোন কোন পদ্ধতিতে এই ৫০ টা পিসি এক সাথে কানেক্ট করা যাবে সেই প্রক্রিয়ার নাম টপোলজি।

সাধারনত বাস এবং স্টার টপোলজি বেশি ব্যবহার হয়।

আর বিশেষ ক্ষেত্রে যেখানে প্রতিটা কম্পিউটার থেকে বাকী প্রতিটি কম্পিউটারকে নিয়ন্ত্রন করার দরকার হয় সেক্ষেত্রে মেষ টপোলজি ব্যবহার হয়।

যাই হোক টপলোজি কানেক্টে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটি হোস্ট সার্ভার একটি রাউটার(ওয়াইফাই রাউটার নয়, গেটওয়ে রাউটার)দরকার হবে। এটি থেকে থেকে ল্যান বা কেবলের মাধ্যমে সব পিসিকে কানেক্ট দিতে হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ