Call

বিয়ের প্রথম অবস্থায় এরকম হওয়াটা স্বাভাবি। প্রথমাবস্থা ২-৩ মিনিটের ভিতর বীর্যপাত হয়ে যাওয়াটা স্বাভাবি বিষয়।

আপাতত আপনি নিয়মিত ঘুমান পুষ্টিকর খাবার দুধ, ডিম, প্রোটিন জাতীয় খাদ্র মুরগীর মাংস, মাছ, দুধ, দই, এই ধরনের খাবারসহ আপনি ক্যালসিয়ামযুক্ত খাবার খান।

রাতে পর্যাপ্ত পরিমানে ঘুমান। প্রতিদিন বেশি করে পানি পান করুন। নেশাজাতীয় দ্রব্য পরিহার করুন।
স্ত্রীর সাথে সহবাস করতে থাকুন সপ্তাহে ২-৩ দিন আশাকরি আপনার সমস্যার স্বাভাবি হয়ে যাবে। তবুও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে একজন হামদর্দ ডাক্তারের পরামর্শ মতে চিকিৎসা গ্রহণ করুন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি একদম চিন্তা করবেন না।।অতিরিক্ত চাপ নেবেন না।।প্রথমে মানষিক ভাবে শক্ত হতে চেষ্টা করেন।।।

যখন সেক্স করবেন তখন মাঝে মাঝে বিরতি নেবেন।।বীর্য আউট হবে এমন হলে আপনি থেমে যাবেন।।যোনী থেকে লিঙ্গ বের করে লিঙ্গের গোড়ায়     দুই আংগুল দিয়ে একটু চাপ দিয়ে ১০ সেকেন্ড ধরে রেখে পুনরায় আপনার স্ত্রীর যোনীতে লিঙ্গ প্রবেশ করাবেন।।।


আর তাছাড়া মধু,  কালোজিরা এবং রসুন খাবেন সকাল বিকাল।।

বাজার থেকে পান কিনে নিয়ে আসবেন।। 

মধু কালোজিরা রসুন এবংং একটা পান ত্রিশদিন খাবেন।। 

ইনশাআল্লাহ ভালো ফল পাবেন।।      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ