আমার বয়স ২০। আমার পেটে একটা নিয়মিতভাবে নাভির চারিদিকে জোরে জোরে কম্পন করে। পেটে উপরে কিছু রাখলে অই জিনিসটা কাপতে থাকে। আর বুক ধরফর আছেই। অনিয়মিত হ্রদস্পন্দন। এখন আমার শরিরে হাত কাপে হাতে মোবাইল নিয়ে রাখলে দেখি মোবাইল কাপতেছে। এগুলু শুরু হয়েচিল প্রায় এক-দের বছর আগে আমার পায়ের সমস্যা জন্য  Arth A-Max tab.. খেয়েচিলাম এর পর থেকেই। অনেক অনেক চিকিৎসা করিয়েছি হোমিও, এলপ্যথিক, পেটের এই কম্পনের কোন সমাদান এ হচ্ছে না।৬ মাস আগে ঢাকায় prof.রুকনুজ্জামান স্যার এর  কাসে গিয়েচিলাম।উনি কিছুই বলেননি। এন্ডস্কপি,আর টেস্ট করিয়েছেন রিপোর্ট নরমাল।তার পর উনি শুধু Indever 40 আর Sizonil 1mg মেডিসিন দিয়েছেন। এখনও পেটে জোরে জোরে কম্পন করে আর পেটের একপাশ সবসময় শক্ত থাকে।জানিনা এখন কি বিশেষজ্ঞ এর সরনাপন্ন হব।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঢাকায় গ্যাসট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ