amirupu

Call

এই লিকুুইড কামরস।  এতে শুক্রাণু খুব কম বা থাকে না। 

আর বির্য যোনি তে না ফেললে বাচ্চা হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যঁ, গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে তবে খুব কম।অনেকেই এরকম বলতেও শোনা যায় যে, ঐ ব্যাক্তি বীর্য বাইরে ফেলে দিয়েছে কিন্তু তারপরও স্ত্রী প্রেগন্যান্ট হয়ে গেছে। 

 মেডিকেলের তথ্য মতে,বিশেষ করে মাসিক শেষ হওয়ার এক সপ্তাহ পার হবার পরের সময় এই ঝুকি সবচেয়ে বেশি থাকে। কারণ, ঐ সপ্তাহে নারীর সন্তান ধারণের সক্ষমতা 

সবচেয়ে বেশি থাকে।

যদি এক টুকরা কাপড় বা রুমাল দিয়ে লিঙ্গের 

মাথার কামরস মুছে সহবাস করেন 

সেটা সবচেয়ে ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ