আমার এনাল ফিশার সমস্যার জন্য কিছুদিন আগে অপারেশন করিয়েছিলাম। এখন আমার মলদ্বারের বাইরে যেখানে সার্জারী করা হয়েছে তার পাশে একটা সার্জারী সুতো আছে দেখতে পাচ্ছি। যেটি সুতোর মাথায় একটি গিট্টু দেওয়া ও চামরার উপরে ছোট মাথা বের করা। টান দিলেও সেটা বেড়িয়ে আসছে না বা এমনি এমনি পরে যাচ্ছে না সুতোটি। আমার প্রশ্ন হল এই সুতোটি কি অপারেশন এর পর কি সেলাই দিয়ে দেওয়ার সুতো? এই অপারেশনে কি অপারেশন এর পর কি ভিতরে কোন রকম সেলাই দিয়ে দেওয়া হয় কি? এই সুতো কতদিন পর বের হবে বা চামরার সাথে মিলে যাবে কিনা। খুব সন্দেহ আর ভয় হচ্ছে অই সুতো টা নিয়ে। 


শেয়ার করুন বন্ধুর সাথে