আমার চশমার পাওয়ার -৫.৩


শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

অপারেশন ছাড়া সাধারনত হবেনা। সমস্যাটি কতদিন হয়েছে তা বলেননি। অতিরিক্ত মোবাইল ব্যবহারের অভ্যাস ও এ জন্য কিনা তা বলেননি। আজকাল এটি হওয়ার বড় কারন অধিক সময় মোবাইল বা কাছের স্ক্রিনে তাকিয়ে থাকা। এর একটি আংশিক সমাধান হচ্ছে মোবাইল ছেড়ে বাইরে খোলা জাগায় বেড়ানো। অনেক দুরে তাকানো। এভাবে ৩ মাস এর অধিক পারলে চোখের মাংস পেশীর কোষ বিভাজনের সময় স্বাভাবিক হবে। 

এটি না পারলে চশমা ছাড়া পথ নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ