আসসালামু আলাইকুম।


অনেক মানুষ বলে যে, যত যৌন ক্ষমতা সম্পন্ন পুরুষই হোক না কেন এবং সহবাস করার কাজে যত অভিজ্ঞতাই থাকুক না কেন যৌন মিলনে প্রথম রাউন্ডে বেশি সময় ধরে সহবাস করতে পারে না বরং দ্বিতীয়বার ,তৃতীয়বার বেশি সময় ধরে সহবাস করতে পারে এই কথাটা সঠিক নাকি ভুল? 


বি:দ্র: এখানে আমি জীবনের প্রথম বার সহবাস করার কথা বোঝাচ্ছি না বরং দুই-তিন দিন পরপর সহবাস করে এরকম বোঝাচ্ছি।


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ওয়ালাইকুম সালাম। প্রথমত বলি যে আপনার ক্ষেত্রে সেটি দ্রুত বীর্যপাত হবে না।

আসলে দ্রুত বীর্যপাত কয়েক রকম হতে পারে,

  • কারো যৌনবাহিত রোগের কারনে দ্রুত বীর্যপাত হয়।
  • মিলনে ভয় ও অস্থিরতা কারনেও দ্রুত বীর্যপাত হয়।
  • অনেকই আছে যারা অতিরিক্ত হস্তমৈথুন করে তাদের হাতের ছোয়া বা স্ত্রীকে আদর করার আগেই বীর্যপাত হয়।
  • শুক্রতরল্য হলেও দ্রুত বীর্যপাত হয়।
যাইহোক অনেক জনের অনেক সমস্যা জনিত দ্রুত বীর্যপাত হয়।কিন্তু কোন ব্যক্তি যখন প্রথম মিলন করে বা কোন ব্যক্তির যদি মিলনে প্রথম বার দ্রুত বীর্যপাত হয় এবং ২য় বার মিলনে অনেক সময় পায় সেক্ষেত্রে সেটি স্বাভাবিক কোন সমস্যা নেই।কাজেই আপনি সে দিক থেকে স্বাভাবিক এ আছেন।
এমনো ব্যক্তি আছে যাদের প্রথম মিলনে দ্রুত বীর্যপাত হয়ে ২য় বার মিলনে ট্রাই করতে লিঙ্গ উত্তেজিত হয় না সেক্ষেত্রে অবশ্যই ওনাকে চিকিৎসা নেওআ লাগবে।
যাইহোক বর্তমানে মিলনে ভালো সময় ও তৃপ্তি পেতে অবশ্যই চিকিৎসা নিতে পারেন তবে আপনাকে চিকিৎসা নিতেই হবে এরকম কোন কথা নয়।  আপনি পুষ্টিকর খাবার খান ও ফলমূলাদি খাবেন।সপ্তাহে ৩/২ দিনের বেশি মিলন করবেন না তাহলে আশা করি সুস্থ্য থাকবেন।
ধন্যবাদ। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা নির্ভর করে সময়, পরিবেশ, পরিস্থিতির উপর। নাার্ভাস,ক্লান্ত  ,হতাশাগ্রস্ত, নেশাগ্রস্থ অবস্থায় সেক্স করলে দ্রুত বীর্যপাত হয়।আর স্বাভাবিকভাবেই প্রথম বার কম সময়, পরের সময়ে বেশি টাইমিং হয়।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ