আমার মায়ের গত ৪-৫ দিন থেকে সর্দি, মাথাব্যথা, দাঁতব্যথা, কানব্যথা ও হালকা জ্বর...যদি ইমিডিয়েট কোন পরামর্শ দিতেন উপকৃত হতাম....


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আসলে আবহাওয়া পরিবর্তন এর কারনে এরকম সর্দি মাথা ব্যথা সহ হালকা জ্বর আসতে পারে কিন্তু এর জন্য অবশ্যই চিকিৎসা নিতে হবে।আপনি একজন মেডিসিন বিভাগের ডাক্তার দেখান আপাতত প্যারাসিটামল (এইচ/নাপা) খান ৩ বেলা ও হিস্টাসিন ২ বেলা খাওয়ান । সাথে গরম পানির ভাব নিতে বলেন।  এবং অবশ্যই চিকিৎসক এর কাছে নিয়ে যাবেন। অবহেলা/দেরি করবেন না।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ