শেয়ার করুন বন্ধুর সাথে
Call

★জাত নির্ধারণ ও চারা তৈরীঃ বাণিজ্যিক ভিত্তিতে চাষ করার জন্য বাউ ড্রাগন ফল-১ (সাদা) ও বাউ ড্রাগন ফল-২ (লাল) খুব ভাল। এছাড়াও হলুদ ড্রাগন ফল ও লালচে ড্রাগন ফল চাষ করা যেতে পারে। দেশের সকল হর্টিকালচার সেন্টার ও বড় ধরনের নার্সারীতে ড্রাগন ফলের চারা পাওয়া যায়। বীজ দিয়ে চারা তৈরী করা গেলেও কাটিং করে শাখা কলম করে চারা তৈরী করা উত্তম। এতে করে গাছের গুনাগুণ বজায় থাকে ও তাড়াতাড়ি ফল ধরে। ★জমি তৈরী, রোপন ও পরিচর্যাঃ এই গাছ অতিরিক্ত আলো ও কম বৃষ্টি পছন্দ করে। সব ধরনের মাটিতেই ড্রাগন ফল চাষ করা যায়। তবে উঁচু জমি নির্বাচন করা উত্তম। কারণ এই গাছের গোড়ায় পানি জমলে গাছ মারা যায়। চারা রোপনের জন্য জমি ভালভাবে চাষ দিয়ে তিন মিটার পর পর গর্ত করে গর্তে ৫-১০ কেজি হিসান, ৫০ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম টিএসপি, ১০০ গ্রাম এমওপি, ১০ গ্রাম জিপ-ফা, ১৫-২০ গ্রাম করে টোপাজ ও বোর-ফা দিয়ে গর্ত ভরে দিতে হবে। বছরের যেকোন সময় চারা লাগানো যায়। তবে এপ্রিল থেকে সেপ্টেম্বর এর মধ্যে লাগানো ভাল। সিমেন্ট বা বাঁশের খুঁটির সাথে গাছ বেঁধে দিতে হবে। চারা লাগানোর পূর্বে প্রতি লিটার পানিতে ২ গ্রাম হাদাক মিশিয়ে সমস্ত জমি স্প্রে করে দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ