Waruf

Call

উদ্ভিদ কার্বনডাই অক্সাইড গ্রহন করে পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে। যদিও বিষয়টা অনেক জটিল, এখানে একদিকে পানির সালোক বিভাজনের মাধ্যমে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল গ্রহন করে এখানে চক্রিয় অচক্রীয় দুটো ফটোফসফোরাইলেশন আছে। যেখানে ফেরিডক্সিন এ ইলেক্ট্রন শক্তি হারায় ও অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। অন্য দিকে কার্বনডাইঅক্সাইড গ্রহনের জন্য ক্যালভিন ব্যাসাম চক্র ছাড়াও কিছু ক্ষেত্রে হ্যাস ও স্লাকচক্র আছে। এসব চক্রে বিভিন্ন এনজাইম কো এনজাইম বিক্রিয়ায় অংশ গ্রহন করে। এগুলোর মধ্যে কার্বক্সিলেজ এনজাইম, ফসফো গ্লিসার এলডিহাইড, ডিহাইড্রিজিনেজ এনজাইম গুলোর ভূমিকায় মূলত কার্বনের সাথে অন্য উপাদানের সংযোগ ঘটে। সবগুলো উপাদান উদ্ভিদ দেহে বর্তমান। কাজেই উদ্ভিদ সহজ ভাবে কার্বনডাই অক্সাইড গ্রহন করবে। আপনি খাদ্য ব্যতিত কাঠ বা মাটি খেয়ে থাকতে পারবেন? উইপোকা, ঘুনপোকা এরা কিন্তু কাঠ খায়। মূলত উদ্ভিদ দেহে শর্করা বা গ্লুকোজ তৈরির জন্যই উদ্ভিদ কার্বনডাইঅক্সাইড গ্রহন করে। জিনগত বিন্যাস ঘটিয়ে আপনি আর কি গ্রহন করাতে চান তা কিন্তু বলেননি। কিন্তু যাই হোক সেটা গ্রহন করারে গেলে আপনাকে ভাবতে হবে যে, সেটি গ্রহনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কো এনজাইম, রাসায়নিক বিক্রিয়ার গতিপথ, দেহের গঠনে ভূমিকা ইত্যাদি আছে কিনা বা তৈরি করে দিতে পারবেন কিনা? যদি এত বড় পরিবর্তন ঘটাতে পারেন তবেই হয়ত অন্য কিছু গ্রহন করানো যেতে পারে। এখন আসি, পরিবেশের ভূমিকায়: মানুষ বা প্রানি কার্বনডাইঅক্সাইড ত্যাগ করে। এই কার্বনডাইঅক্সাইড পরিবেশে জমা হলে আমরাইত আগে মরব। এছাড়া উদ্ভিদ তখন নতুন উপাদান নির্গত করতে পারে ফলে তা পরিবেশ বিপর্যয়ে ফেলবে। এবার খাদ্য: আমরা যা খাই তা প্রতাক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকেই আসে, উদ্ভিদের পরিবর্তনের ফলে যদি শর্করা বন্ধ হয়ে যায় তবে সমস্ত জীব জগত বিলীন হবে। আর আপনার নতুন গ্রহনকৃত উপাদান উদ্ভিদ দেহে কি উৎপন্ন করবে, তা জীবের খাদ্য হিসাবে ব্যবহার হতে পারবে কিনা, ডিএনএ গঠন, করবে কিনা। আপনার বলা জিন, এই জিন নিজের গঠনের উপাদান ঠিক রাখতে পারবে কিনা তা নিরুপন করা এতই বিশাল যে জীবন ভর কাজ করেও শেষ নামানো যায়কিনা সন্দেহ। বিজ্ঞান গবেষনায় প্রয়োজন মত ছোট পরিবর্তন সম্ভব হয়েছে, কিন্তু এই বিশাল পরিবর্তন সম্ভব কিনা তা বলার অপেক্ষা রাখেনা যা পৃথিবীর প্রতি জীবের সাথে সম্পর্কিত। এর পরও আপনার কোন ছোট খাট পরিকল্পনা বা উপায় থাকলে বিস্তারিত জানান, সেটি আমরা আলোচনা, গবেষনা করে এগুতে পারি, আমি একটি কলেজে আছি, কাজেই ল্যাব ব্যবহারের সুযোগ আছে। আপনি থিউরি বলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ