এখন তো প্রযুক্তির যুগ। এখন মোবাইলের সফটওয়্যারে কুরআন শরীফ তেলাওয়াত করার সুবিধা আছে। এখন প্রশ্ন হলো আমাদের কুরআন শরীফ তেলাওয়াত করতে তো ওযু করে পবিত্র হওয়া লাগে।। কিন্তু মোবাইলে কুরআন তেলাওয়াত করতে কি ওযু করতে হয়? ওযু না করে কি কুরআন তেলাওয়াত করলে গুনাহ হবে? আর আমরা কুরআন শরীফ হাতে নিয়ে তেলাওয়াত করলে যে সওয়াব বা নেকি পাই, একই নেকি বা সওয়াব আমরা মোবাইলের সফটওয়্যারে কুরআন তেলাওয়াত করলে কি পাবো নাকি কম পাবো?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ওযু করে বসবেন, বাসায় কুরান শরীফ না থাকলে সাওয়াব একই পাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ