Call
সব মেয়ে তেলাপোকায় ভয় পায় এমনটা না। যাদের নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে তারা ভয় পায় না। কিন্তু তেলাপোকার ক্ষেত্রে অনেক মেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে চিৎকার বা লাফালাফি করে।

সব মেয়েরাই জানে তারা তেলাপোকাকে যতটা ভয়ানক ভাবে ততটা ভয়ানক নয়। কিন্তু তেলাপোকা দেখামাত্র আর নিজেকে ঠিক রাখতে পারে না। অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না।

আর কিছু মেয়ে আছে এরা ন্যাকামো করে থাকে। এদের সামনে তেলাপোকার কথা বললেই চিৎকার বা লাফালাফি শুরু করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FoyEz00

Call

এটা ভয়ের থেকেই বেশি 'গা' ঘিনঘিন করা ব্যাপার। তাই।।আসলে তেলাপোকার পায়ে ধারালো খাঁজকাটা খাঁজকাটা কিছু অংশ থাকে যার কারনে দেয়াল বা কোথাও এরা বসে থাকতে পারে। সেই খাঁজকাটা পা নিয়ে হটাত গায়ে বসলে শরীরে 'বিঁধে যায়' কিছুটা। এটাই প্রধান রহস্য। তাছাড়া তেলাপোকা বাথরুম খুব পছন্দ করে। তো যে প্রাণী বাথরুম ঘুরে এসেছে সে আপনার শরিরের পদাঙ্ক রাখুক সেটা কেঊ ই চাইবেনা। তাছাড়া তেলাপোকার সাথে বিচ্ছিরি গন্ধ আছে এবং এরা শরীরে পড়ার সাথে সাথে ফুড়ুৎ করে উড়াল মারে যা এক্সট্রা থ্রিল জন্মায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ