Jamiar

Call

এর মুলত কারন আমরা জনগন নিজেই।কেনো না

  • আমরা সামাজিক দুরত্ব মেনে চলছিনা।
  • রাষ্টের নিতিমালা মেনে চলছিনা।
  • হোম কোয়ারেন্টাইন মেনে চলছিনা।
  • মাক্স ব্যবহার করছি না।
  • পার্টি আড্ডাবাজ এসব থেকে বিরত থাকছি না।
  • বিদেশ থেকে আশা প্রবাসী ভাইদের কোয়ারেন্টাইন এ রাখছি না/কোয়ারেন্টেইন মেনে চলছিনা।
  • এক যায়গা থেকে অন্য যায়গা যেতে মানা আমরা তাও মেনে চলছিনা।
  • পরিস্কার পরিছন্ন থাকতেছিনা।
  • সাবান বা হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করছি না।
  • ধর্মীয় অনুশাসন মেনে চলছিনা।
  • গ্রামে বা সহরে কয়েক জনের একসাথে গল্প করাকালীন দুরত্ব বজায় রাখছি না।
  • পুলিশ ও সেনাবাহিনী এদের হুকুম ও আদেশ মেনে চলছিনা।
  • আমাদের কারো কাচি বা কাশ হলে নিজেকে সেফ রাখছি না। ফলে নিজের মাজে ভাইরাস থাকলেও অন্যের মাঝে ছড়িয়ে যাচ্ছে।

এছাড়ও অনেক দিক রয়েছে যা আমরা জনগন নিজেই দ্বায়ী। আমাদের বার বার বলা হচ্ছে সচেতন থাকতে কিন্তু আমরা রাষ্টের কথা ও নিতিমালা মেনে চলছি না।

আমরা সবাই বলি, না আমাদের এইদিকে ভাইরাস নাই ইনশাআল্লাহ, কিন্তু এটা ভেবেই অনেকেই অনেকের মাঝে দুরত্ব বজায় রাখছে না। এই ভাইরাস ৫/৬ দিনে কিছু বোঝা যাবে না যে সংক্রামন হয়েছে কিনা।আর এই ৫/৬ দিনের মাঝেই অনেকের মাঝে ছড়িয়ে যেতে পারে।

আজ কালেরকন্ঠ পত্রিকায় দেখলাম জন্মদিন পার্টিতে গিয়ে ৬জন করোনায় আক্রান্ত হয়েছে। আচ্ছা বলুন তো এর জন্য কি প্রশাসন দ্বায়ী, না আমরা নিজেই দ্বায়ী। আমরা ভালো করে জানি যে  অন্যান্য যায়গার ব্যক্তির সাথে কয়েকজন মিলে এক সাথে থাকা খাওয়া বা আড্ডা দেওয়া যাবে না কিন্তু তবুও কেন আমরা জন্মদিন পার্টিতে গেলাম।

তাই আমি মনে করি আজ এই কোভিড ১৯ ভাইরাস সংক্রামন অধিক হাড়ে বাড়ার মুলত কারন আমরা জনগন নিজেই।

ধন্যবাদ। আমাদের বিস্ময়ের সাথে থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ